ব্রেকিং:
পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ

সোমবার   ২৫ জানুয়ারি ২০২১   মাঘ ১২ ১৪২৭  

অমিত সাহাকে আসামি থেকে বাদ দেওয়ার কারণ জানালেন ডিবি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

পু’লিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ বলেছেন, ‘বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হ’ত্যার ঘটনায় দায়ের করা মা’মলা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। ত’দন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে।’

 

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, আবরার হ’ত্যার ঘটনায় আ’ট’ক ১০ জন তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

 

 

তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে পূর্ব পরিক’ল্পিতভাবে হ’ত্যার উদ্দেশ্য ছিল না। মা’রধর করতে গিয়ে আবরার মা’রা গেছে। তারপরও ঘটনা ত’দন্ত করে দেখা হচ্ছে।

 

 

এদিকে আবরার ফাহাদ হ’ত্যা মা’মলায় গ্রে’প্তার ১০ আ’সামির প্রত্যেককে ৫ দিন করে রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।

 

 

এর আগে দুপুরে তাদের আ’দালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রি’মান্ডের আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশ (ডিবি)।

 

 

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার ম’রদেহ উ’দ্ধার করে পু’লিশ।

 

 

পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ম’র্গে আবরারের ময়নাত’দন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লা’শের ময়নাত’দন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পি’টিয়ে হ’ত্যা করা হয়েছে।

 

 

এই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আ’সামি করে রাজধানীর চকবাজার থানায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেছেন। সন্ধ্যা পর্যন্ত ৯ জন ছাত্রলীগ নেতাকে আ’ট’ক করেছে পু’লিশ। নি’হত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

 

 

এদিকে, এ ঘটনায় জ’ড়িত থাকার অ’ভিযোগে শাখা ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটি। অ’ভিযোগের সত্যতা উদ্ঘাটনে গঠিত দুই সদস্যের ত’দন্ত কমিটি আজ তাদের সংশ্লিষ্টতার পেয়েছে বলে জানিয়েছে।

এই বিভাগের আরো খবর