ব্রেকিং:
পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ

রোববার   ১৮ এপ্রিল ২০২১   বৈশাখ ৫ ১৪২৮  

মাত্র ৯ বছর বয়সেই স্নাতক ডিগ্রি অর্জন!

গোবিডি২৪নিউজ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বেলজিয়ামের এক চাইল্ড প্রডিজি মাত্র ৯ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের পথে রয়েছে। শিশুটির নাম সিমন্ট লরেন্ট। লরেন্ট সায়মনস আইডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি (টিইউই) -এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। এমনকি স্বাভাবিক বয়সের স্নাতক শিক্ষার্থীদের জন্যও এটি একটি কঠিন কোর্স।

 

লরেন্টের বাবা আলেকজান্ডার সিমন্স এবং মা লিডিয়া বলেন, তার দাদা ও দাদি বলতেন সে বিস্ময়কর প্রতিভার অধিকারী। আমরা ভাবতাম তারা বাড়িয়ে বলছেন। কিছুদিন পর লরেন্টের শিক্ষকরা তার সম্পর্কে একই কথা বলেন।

 

 

লরেন্ট ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করবে। এরপর সে মেডিসিনে পড়ার চিন্তা করছে। বিস্ময়কর ব্যাপার হল লরেন্ট মেডিসিনে পড়ার পাশাপাশি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডিও করতে চায় একইসাথে। তথ্যসূত্র : বিডি২৪লাইভ

 

এই বিভাগের আরো খবর