ব্রেকিং:
পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ

শুক্রবার   ২২ জানুয়ারি ২০২১   মাঘ ৮ ১৪২৭  

জেনে নিন কেন দ্রুত বীর্যপাত হয়? ও প্রতিকার কি?

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

দ্রুত বীর্যপাত জনিত যৌন দূর্বলতার কারন ও এই বিষয়ে জেনে নিন, দ্রুত বীর্যপাত জনিত যৌন দূর্বলতার বিষয়ে কিছু কথা। দ্রুত বীর্য সমস্যাটি অামাদের দেশে বিবাহীত পুরুষদের নিয়মিত সমস্যা, এটি সাধারনত ডায়াবেটিস রোগীদের বেশী হয়ে থাকে, তারপরের স্থান হলো উচ্চ রক্তচাপের রোগীদের, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের ট্যাবলেট  সেবনে দ্রুত বীর্য জনিত যৌন দূর্বলতা দেখা দেয়। 

 

দ্রুত বীর্যপাত হওয়ার  কারন সমূহঃ    

 

ক(বিয়ের অাগে)                                         ১) হস্তমৈত্থুন কূ অব্যাসটি থাকলে বিয়ের পর দ্রুত বীর্যপাত জনিত যৌনদূর্বলতা দেখা দেয়।

 

২) অতিমাত্রায় স্বপ্নদোষ হলে বিয়ের পর দ্রুত বীর্যপাত জনিত যৌন দূর্বলতা দেখা দিবে।

 

                                                       (খ)বিয়ের পর:

 ১)স্ত্রী সহবাস করার পরও যৌন উত্তেজনার কারনে হস্তমৈত্থুন করলে কিছু দিনের মধ্যেই দ্রুত বীর্যপাত জনিত যৌন দূর্বলতা দেখা দিবে।

 

 ২) অতিমাত্রায় স্থী সহবাস করলে দ্রুত বীর্যপাত জনিত যৌন দূর্বলতা দেখা দিবে।

 

৩) অতিরিক্ত  টক জাতীয় খাদ্য সেবনে দ্রুত  বীর্যপাত জনিত যৌন দূর্বলতা দেখা দেয়। 

 

কিছু উপদেশ:

 

পুরুষের  তরুন বয়সে  যৌনশক্তি ( যৌন উত্তেজনা) অনেক বেশী থাকে, এ সময়টায় তরুনদের জন্য  ইসলামী বিধান হলো: বিয়ে করা, যদি স্থীর ভরনপোষন করার অার্থিক সার্মথ্য  থাকে।

 

 

 অার যদি স্থীর ভরনপোষন করার অার্থিক সার্মথ্য  না থাকে তাহলে সেই তরুনের  যৌন উত্তেজনা নিয়ন্ত্রনের জন্য রোযা রাখতে হবে। কোন ভাবেই তরুনদের হস্তমৈত্থুন করা ঠিক নয়, হস্তমৈত্থুন করলে শারিরীক ভাবে একজন মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে, এবং হস্তমৈত্থুন করা গুনাহের কাজ।

 

লেখক: ডা. ইসতিয়াখ আহাম্মেদ ( চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)

এমবিবিএস ( ঢাকা) এফসিপিএস, ডিডিভি (ভিয়েনা) এমএসএস।

সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ।

এই বিভাগের আরো খবর