ব্রেকিং:
পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ

রোববার   ১৮ এপ্রিল ২০২১   বৈশাখ ৫ ১৪২৮  

২০২০ সালের আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যারা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

২০২০ সালের ২৩ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১৩তম আসরের। সেই আসরকে সামনে রেখে চলতি বছরের ১৯ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে ক্রিকেটারদের নিলাম। এই নিলামে আগ্রহী মোট ৯৭১ জন ক্রিকেটার। এর মধ্যে দেশি কোটায় ৭১৩ জন ভারতীয় ও বিদেশি কোটায় ২৫৮ জন আছে ক্রিকেটার।


এবারের আইপিএলের জন্য নিলামে খেলোয়াড়দের মূল্য তালিকা নির্ধারণ করেছে আয়োজক কমিটি।


জানা গেছে, মূল্য তালিকানুযায়ী সর্বোচ্চ পারশ্রমিক ধরা হয়েছে ২ কোটি রুপি। এই পারশ্রমিকের তালিকায় রয়েছেন সাতজন ক্রিকেটার। এদের মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বাকি দুজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার।


২ কোটি রুপির কাতারে আছেন যারা- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া), ক্রিস লিওন (অস্ট্রেলিয়া) ডেল স্টেন (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)।


এছাড়া ১.৫ কোটি রুপির কাতারে যারা আছেন তারা হলেন- রবিন উথাপ্পা (ভারত), ইয়ন মরগান ইংল্যান্ড (ইংল্যান্ড) শন মার্শ (অস্ট্রেলিয়া), কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া), জেসন রয় ইংল্যান্ড (ইংল্যান্ড), ক্রিস ওকস (ইংল্যান্ড), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)।

এই বিভাগের আরো খবর